ফেসবুক ক্যাপশন এ পায় রুচির প্রকাশ। আপনি কেমন মনের মানুষ? খুব কঠিন নাকি আবেগী? প্রতিটা মানুষের খুব গভীরে লুকিয়ে আছে অজস্র আবেগ, যে সীমানা গুনতে পারা যায়না, দেখতে পাওয়া যায়না। কখনো আবেগ ভরা ফেসবুক ক্যাপশন লিখেছেন? হয়তো লিখেছেন। তবে কখনো কখনো এই আবেগগুলো প্রকাশ করতে পারিনা কেন জানি। এটা আসলে ব্যর্থতা নয়, এটাই আমি। সবকিছু কি আর ভাষায় প্রকাশ করা যায়? তবু মানুষ চেষ্টা করে যায় তার সেরাটুকু ভাষায় প্রকাশ করতে। কখনো কখনো ফেসবুক ক্যাপশন এ সেটা প্রকাশ পেয়ে যায়। যদি এমন হয়, মনের কথাটা এরইমধ্যে খুবই সুন্দর ভাষায় প্রকাশ করে রেখেছে, হয়তো আমি সেটার খোঁজ করতে পারি। খোঁজ করতে তো আর মানা নেই। হঠাৎ ইচ্ছা হলো ফেসবুক এ একটা ছবি আপলোড করলাম। কিন্তু ফেসবুক ক্যাপশন কি যে লিখবো তা মাথায় ধরছেনা একদম। কখনো ইন্টারনেটে সার্চ করেছেন? Best Bangla Caption For Facebook - সেরা বাংলা ফেসবুক ক্যাপশন। জানিনা সার্চ করলে এই লেখাটি পাবেন কিনা, আপনার পড়ার কিংবা দেখার ভাগ্য হবে কিনা জানিনা। তবে যদি কখনো পেয়ে যান, এই মুহূর্তে আপনি দেখতে পাবেন এখন পর্যন্ত সংগ্রহ করা সেরা কিছু বাংলা ফেসবুক ক্যাপশন। আপনার জন্য খুঁজে খুঁজে Best Bangla Caption এখানে দেয়া হয়েছে। যদি দেখে থাকেন, দয়াকরে কমেন্ট করে জানাবেন কোন বাংলা ক্যাপশন টা আপনার কাছে Best Bangla Caption কিংবা সেরা বাংলা ক্যাপশন মনে হয়েছে। আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম।
Best Bangla Caption For Facebook
ব্যস্ত আছো হয়ত তুমি, তাই বোঝনি মেয়ে,
একটা ছেলের দুঃখ ভারী, গুরুত্ব না-পেয়ে।
সুন্দর আকাশকে তাচ্ছিল্য করা ব্যতীত, সুখী থাকার উপায় নেই খাঁচার পাখিটির!
যেই মানুষটা তোমার চোখের জলের কারণ
সে যেতে চাইলে যাক ,কখনোই কোরো না বারণ।
রাখল না কেউ প্রতিশ্রুতি। কেউ দিল না দাম,
জীবন আমি তোমার উপর ভরসা হারালাম।
আর দেব না কপালকে দোষ, তোমায় পেলে,
লক্ষ্মীমেয়ের জুটুক নাহয় দস্যি ছেলে।
চোখ জানে তার দূরত্ব; সময়ের ব্যবধানের-
আশা থাকে সবার কাছেই, একটু সন্মানের।
তোমায় নিয়ে পুড়ে পুড়ে রোজ কবিতার দেশে যাই,
নিয়ে আসি শুধু ছাই।
ভালোবাসা ঠিকই ছিলো,কম ছিলোনা একরত্তি,
এখন আমার প্রার্থনাকে,তুমি ভাবো বিরক্তি।
সবশেষে,
অনিয়মের আগুনে পুড়ে যাওয়া আমাকে
নিয়মের কাফনে জড়িয়ে দেওয়া হয় !
মানুষ কখনও যায় না মরে।
'চোখের সামনে থেকে সরে,বসত গড়ে
বুকের আরও গভীরে।'
সেরা বাংলা ফেসবুক ক্যাপশন
সময় মানুষ,মানুষকে বোকা বানাচ্ছে,
মৃত্যু বোকা বানাচ্ছে জীবনকে।
সবশেষে,
জীবন পায় তারে,চির গভীর অন্ধকারে!
সুখ নামের যে পাখি'টা বারবার গিয়েছিলো উড়ে!
একটু খানি প্রেমিক ছিলাম বোধ হয়,
যখন তখন দেখতে পেতাম "তুমি"
ভাগ্য রেখা শ্রাবণ নিয়ে এলেও
হৃদয় এখন শুষ্ক মরুভূমি।
আমার প্রেমের কথা ভুলে গেছো নতুনের সুরে,
যতটা নিকটে যাই, তত যেন ঠিকানাটা দূরে !
ইগো যদি বাধা দেয়, ব'লে দিয়ো তারে
যুদ্ধ যা পারে না, তা ভালবাসা পারে।
কথা নাই হোক তবু রাগ নেই কোনও,
তোমাকেই ভালবাসি যেহেতু এখনও।
মন থেকে মোছা তাকে নয় সমীচীন,
ভালবেসেছিলে যাকে কোনও একদিন।
আর যারা দীর্ঘশ্বাসে থেকে যায়,
তাদের থেকে মুক্তি কি আর মুক্তি পাওয়া যায়?
অন্ধকারের অতল কালোয় কেমন করে জ্বালো,
আমার মন কেমনের আলো!
আজও সে জানতে চায়,কেমন আছে আগের লোক?
ভালোবাসা তো থেকেই যায়,
নিভে যায় যোগাযোগ।
Best Emotional Bangla Caption - সেরা আবেগী বাংলা ক্যাপশন
মাঝে মাঝে খুব বৃষ্টি হয়,আকাশে কালো মেঘ জমে রয়!
কাঠ পুড়ে ছাই,শুধু চিতা স্মরণীয়-
গাল বেয়ে ঝড়ে পড়ে কথা,শুনে নিও।
হাজার মুখ নিলামে চড়ে,তুমিই আমার হবু,
এরপর বিঁধলে পেরেক,লেখে দিব কবুল।
ডিলেট করে পুষিয়ে নিলাম
ফোনের ছবি পুরনো ক্ষত,
ভালোই হতো জীবন যদি
ফোনের মতই ডিলেট হতো।
কেউ রোদ পোহালো একা,কেউ বৃষ্টি ভেজে ছাদে;
একাকীত্বে তারাও হয়ত সমান সমান কাঁদে।
এ কোন বৃষ্টি নয়,বিষাদের শ্রেণি,
তোমার চলে যাওয়া,আকাশও মানেনি।
নিজের মৃতদেহ কাঁধে বয়ে
প্রতিদিন ঘরে ফিরে আসি,
কেউ বুঝতে পারেনি ভালোবাসি।
যাদের নিয়ে থমকে গেছো,ভাবছো তুমি শেষ,
তারাও কিন্তু দিব্যি থাকে,সংসারী হয় বেশ।
ভেবেছো অভ্যাস?
প্রতিটি ছায়ার ভিতর,
শুয়ে থাকে ব্যক্তিগত লাশ।
Missing Someone Bagla Caption - অভিমানী বাংলা ক্যাপশন
হৃদয় কিছুটা আকাশের মত
অভিমানে মেঘ ভারী!
তুমি এতো ভালোবেসে ডাকলে,
বৃষ্টি না হয়ে পারি?
বেশ কিছু সময়ের পর, কাছাকাছি আসলে বোঝা যায়,
দূরত্বটাও কতটা দামী!
আয়ুর কথা বলবো কি আর, মৃত্যু অবদানে,
ঘুচিয়ে দিও দূরত্বটা দু ঠোঁট ব্যবধানে!
ব্যাবধানে বাড়লো বিয়োগ, অস্তগামী দৃশ্য;
কী নেবে আর প্রতিশ্রুতি, আমারও হাত নিঃস্ব!
এই নাও প্রেম, পৌঁছে যেও বাড়ি;
বিচ্ছেদ! সে তো কারো নয়;
যার দুচোখ ভেজা কেবল তারই!
অভিমানের ঝাপসা শহর বৃষ্টিভেজা একঘেয়ে দিন - রাত,
হাত পাতানো প্রেম, ভুলতে বসা স্মৃতির ঝুড়ি, আঘাত প্রতিঘাতে;
কখনওবা পড়লে মনে আমায় নিও সাথে।
ভুলে যাওয়ার অধিকার সমানে সমান হোক।
তুমি গেলে ভুলে, আমার কেন শোক?
তোমাকে ভাবতে গিয়ে আজও প্রতিরাতে,
নিজেকে ভিজিয়ে ফেলি, চোখেদের সাথে।
যতটুকু দেখো,যতটুকু আছি ভালো,
কে দেখে বুকের ভিতর,কতটা অগোছালো।
রাত্রি জুড়ে স্বপ্ন দেখে,ভোর সকালে ক্লান্ত,
যাকে নিয়ে স্বপ্ন দেখা,সে যদি তা জানতো।
The Facebook caption reveal your emotional taste. Which personality type are you? Too difficult or emotional? Every human being contains an infinite number of emotions, the boundaries of which cannot be counted or seen. Have you ever written an emotional Facebook caption? Perhaps I wrote. But I don’t know why I can't always express my emotions. But it's not my failure, it is me. Words cannot express everything. Nonetheless, people strive to express themselves verbally. It is occasionally revealed in Bangla Facebook caption. If that's the case, the mind has already put it into pretty good words, which I might be able to look up. There is no longer any reason to look.
I felt compelled to post a photo to Facebook. But I'm at a loss for what to write as a Best Facebook caption. Have you ever searched the internet? Best Bangla Facebook Caption or Bangla Caption anytime? I'm not sure if you'll find this article, if you search, or if you'll be lucky enough to read or see it. But if you do, you'll find some of the best Bengali Facebook caption ever compiled right now. You can find the best Bangla caption here. If you have seen it, please comment on which Bangla caption you believe is the best Bangla caption. I'm waiting for your response.
আপনি কি আপনার ফেসবুক প্রোফাইল ছবিতে বাংলায় একটি ক্যাপশন দেয়ার কথা ভাবছেন? আপনার প্রোফাইল ছবির জন্য একটি সুন্দর, আবেগী এবং ছোট বাংলা ক্যাপশন এর সেরাটি বেছে নেওয়া যাক।
হ্যালো বন্ধু! আপনি যদি ফেসবুকের প্রোফাইল পিক (ডিপি) ছবির জন্য সেরা বাংলা বা গানের ক্যাপশন খুঁজে থাকেন, তাহলে আমি অবশ্যই বলব আপনি সঠিক জায়গায় এসেছেন। একটি ছবি হাজারো শব্দ বলে, কিন্তু কখনও কখনও সেগুলোকে আরও ভালোভাবে প্রকাশ করতে প্রয়োজন হয় লেখা এবং বিশ্বকে জানাতে হয় যে আপনি ছবিটা সম্পর্কে কেমন অনুভব করেন৷ আপনার সুন্দর প্রোফাইল পিকের জন্য বাংলায় একটি ভাল এবং মজার ফেসবুক ক্যাপশন বা একটি ছোট ইমোশনাল ক্যাপশন দিয়ে ছবির পিছনের পুরো গল্পটি বলার সেরা উপায় হতে পারে। বাংলাদেশী শীর্ষ লেখার পরিষেবা ব্যবহার করে ফেইসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের জন্য দুর্দান্ত বাংলা ক্যাপশন লেখার একটি দুর্দান্ত সুযোগ আপনি পেয়েছেন। এখানে আমরা আপনার বেস্ট ফেসবুক প্রোফাইল পিকচারের জন্য প্রচুর এবং বেস্ট বাংলা রোমান্টিক ফেসবুক ক্যাপশন শেয়ার করছি আপনার ডিপি বা ডিসপ্লে ফটোর জন্য। এক কথায় বলে দিতে পারি Onulikhon.com ফেসবুক বাংলা পোস্ট টেমপ্লেট খুঁজে পাওয়ার জন্য সেরা জায়গা।
আশা করছি আপনি ফেসবুক বাংলা কবিতা ক্যাপশন সংগ্রহ করার জন্য আমাদের সকল প্রচেষ্টাকে প্রশংসা করবেন। কোন ক্যাপশনটি আপনার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।